নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘী :: মঙ্গলবার ৩০,এপ্রিল :: লোকসভা ভোটের মুখে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার , বিরাট সাফল্য সাগরদিঘী পুলিশের। মঙ্গলবার সাতসকালে মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়ক রতনপুর ধুমার পাহাড় এলাকা থেকে একটি পণ্য বোঝাই লরি দাঁড় করিয়ে তল্লাশি চালায় সাগরদিঘী থানার পুলিশ, ঘটনাস্থলে লরির মধ্যে থেকে ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়।
ইতিমধ্যেই সাগরদিঘী পুলিশ দুই জনকে গ্রেফতার করে , ধৃত ব্যক্তিদের নাম রাজিব আলম বয়স ২৭ বছর, তার বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায়, ধৃত আরো এক ব্যক্তির নাম হালদার মিয়া তার বয়স ৩১ , তার বাড়ি কোচবিহার জেলার নাজিরহাট এলাকায়।
মঙ্গলবার সাত সকালেই রতনপুর ধুমার পাহাড় ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালানোর সময় ৩২২ কেজি গাঁজা সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সাগরদিঘী থানার পুলিশ। গাঁজা পাচারকারীরা কোথায় নিয়ে যাচ্ছিল এই গাজা ইতিমধ্যেই সে বিষয়ে খতিয়ে দেখছেন সাগরদিঘী থানার পুলিশ।
সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় জানান এর আগে এত পরিমান গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেনি, এটাই প্রথমবার ।