CBI./ED, জেলা, তৃনমূল কংগ্রেস, পচিমবন্গ, পুলিশ, প্রশাসন, মুর্শিদাবাদ, রাজনীতি, রাজ্যসাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা আয়কর দপ্তরের | Posted on December 20, 2023 by admin 20 Dec নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘী :: বুধবার ২০,ডিসেম্বর :: বুধবার সকালে মুর্শিদাবাদের সাগরদীঘি কেন্দ্রের বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সাগরদিঘির বিধায়ক এর বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রসঙ্গত এ বিষয়ে আরো জানা গেছে বায়রন বিশ্বাসের বাংলো,হাসপাতাল, আরো বেশ কিছু জায়গায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তরের তলাশী চলছে admin চরম অবহেলার মধ্যেই শিশুদের দিন কাটছে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতের সাগরদিঘী এলাকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির কামালগাজি ফ্লাইওভাবের নীচে অগ্নিকান্ডে মৃত এক বৃদ্ধা।