সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার ২৬,জুন :: জুন মাস শেষ হতে চলল অথচ এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ভ্যপস্যা গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আর এরই মধ্যে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ল কুড়ি জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুল , দেবনগর বিদ্যাপীঠ ও খান সাহেব আওয়াজ হাই স্কুলে।
স্কুল সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতোই এদিনও স্কুল চলাকালীন হঠাৎ করেই অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০ জন ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । এই খবর পাওয়ার পর ওই ছাত্রীদের সাথে দেখা করতে হাসপাতালে ছুটে আসেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই বর্তমানে সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসকরা ।