সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: রাজকীয় অনুষ্ঠান করে সাগরে আট যুবক- যুবতী সাত পাকে বাঁধা পড়লেন। গণ বিবাহ অনুষ্ঠানে নব দম্পতিদের আশীর্বাদ করতে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কমলপুরে উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সীমন্ত মালি, সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল।
গঙ্গাসাগরের লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন ও ভারতীয় মারয়ারি সমাজের উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হয়। এই গণবিবাহ অনুষ্ঠানে আট জোড়া যুবক যুবতী সাত পাকে বাঁধা পড়েন। বিবাহর অনুষ্ঠানে জৌলুস ছিল চোখে পড়ার মতন। নব দম্পতিকে উপহার সামগ্রীতে ভরিয়ে দেয় বিবাহ উদ্যোক্তারা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
পাত্র ও পাত্রীর পরিবার আত্মীয়-স্বজনকে নিয়ে খাওয়া-দাওয়া করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আগামী দিনে এইরকম উদ্যোগ যাতে আরো বেশি বেশি করে নেয়া হয় সে কথাই জানিয়েছেন পাত্র-পাত্রীর আত্মীয়-স্বজনেরা।