সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সাগরে ৫১তম বার্ষিক মিলন উৎসব ও মেলার সূচনা হলো । উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ।দঃ২৪ পরগনা জেলার সাগরের সুমতি নগরে করোনা বিধি মেনে তরুন সংঘের পরিচালনায় ১০ দিন ব্যাপি এই মেলার উদ্ভোদন হলো।শতাধিক কীর্তনিয়া শিল্পী দ্বারা কীর্তনগান অনুষ্ঠিত হয় ।
সাংস্কৃতি অনুষ্ঠান, অন্নভোগ, বিভিন্ন খেলা ধুলা, মহিলাদের কাছি টানাটানি,রক্তদান, যাএা সহ বহু অনুষ্ঠান রাখা হয়েছে। মন্ত্রী ধ্বস পাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়াকে নির্দেশ দেন যেকদিন মেলা চলবে করোনা বিধি মেনে যাতে মানা হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য।