নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ২১,অক্টোবর :: কালী পুজো উপলক্ষে সাগর থানায় বসে আঁকো প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ মন্ত্রীর কালী পুজোকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল সাগর থানা। সাগর থানার আয়োজনে এবং সবুজ সংঘের সহযোগিতায় থানায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রায় ৪০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন কুমার প্রধান,
জেলা পরিষদের সদস্য তথা জি বি ডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র, সোমা দাস (চেয়ারম্যান -শিশু সুরক্ষা কমিটি, দক্ষিণ ২৪ পরগনা), মিসেস মনিকা (নেদারল্যান্ডস), এবং শ্রী গণেশ দাস (ইউনিট ইন চার্জ, সবুজ সংঘ, সাগর শাখা)। এছাড়াও সাগর থানার একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশের এক সুন্দর সুযোগ এনে দিয়েছে। প্রতিযোগিতার পাশাপাশি মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বেশ কিছু দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। পুলিশের এই ধরনের সামাজিক উদ্যোগ স্থানীয় মানুষদের কাছে প্রশংসিত হয়েছে।