সাগর থেকে পাহাড় ভারত যাত্রার নেতৃত্ব অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড়ো যাত্রা চলছে। তারই সমর্থনে বাংলার গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় সামিল হতে আহ্বান জানিয়েছেন অধীর।

সকাল ১০টায় সাগর থেকে বঙ্গে ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন অধীর চৌধুরী। তার আগে মিছিল করে কলসে গঙ্গাসাগরের জল নিতে শুরু হয় কংগ্রেস নেতা কর্মীদের ভিড়। সাগরের ধারে ঝান্ডা নিয়ে জোড়ো জোড়ো ভারত জোড়ো স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা।

গঙ্গাসাগর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সুচনার সময় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সেখানে ছিলেন জয়রাম রমেশ। তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ু লোকসভার এমপি চেকলাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৈধুরী এবং আব্দুল মান্নান। রয়েছেন এমপি প্রদীপ ভট্টাচার্য। এই রাজ্যে ভারত জোড়ো যাত্রার বাংলা নাম দেওয়া হয়েছে সাগর থেকে পাহাড় । সাগর ব্লকে দুদিন থাকবে এই যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + four =