নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: ২৭শে, মার্চ :: সাগরদিঘীতে শাসক দলের হারের পরে একের পর এক ভাঙ্গন অব্যাহত। সংখ্যালঘুদের ধরে রাখতে মরিয়া শাসকদল। নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মী সমর্থক যোগদান করলো জাতীয় কংগ্রেসে।
একের পর এক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হাতছাড়া হচ্ছে শাসক দলের। গোটা রাজ্যে জুড়ে সংখ্যালঘুদের ধরে রাখতে মরিয়া শাসক দল। জাতীয় কংগ্রেসের রাজ্য যুব কংগ্রেস কমিটির সম্পাদক আসিফ খানের হাত ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগদান করল জাতীয় কংগ্রেসে।
দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দিলেন চাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা অলোক দত্ত, তৃণমূল নেতা তথা বিশিষ্ট সাহিত্যিক অম্মিকা দে সহ তৃণমূলের শতাধিক কর্মী সিপিআই(এমএল) আবু বক্কর সেখ সহ পঞ্চাশ জন কর্মী ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।
গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একের পর এক শাসকদলের ভাঙ্গন অব্যাহত। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের আরো বড়সড় ভাঙ্গন হতে পারে। তা শুধু সময়ের অপেক্ষা।