সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: রবিবার ১৮,ফেব্রুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকে ১২ কোটি টাকা ব্যয়ে ৬৫ টি প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো । স্থান গঙ্গাসাগর কয়লাপাড়া হরি মঞ্চ সন্নিকটস্থ ময়দান। স্থাপন করা হয় সাগর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের একাধিক ইটের রাস্তা, কংক্রিটের রাস্তা, নলকূপ, শৌচাগার সহ আইসিডিএস সেন্টার নির্মাণ গঙ্গাসাগর কপিলমুনি কল্পতরু আশ্রম লক্ষী ভান্ডার প্রকল্প সহ মোট ৬৫ টি প্রকল্পের উদ্বোধন করা হয় ।
উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। রাজ্য বাজেটে লক্ষী ভান্ডারের টাকা দ্বিগুণ এবং গঙ্গাসাগর সেতু তৈরীর ঘোষণায় করায় মহিলারা হাতে লক্ষীর ভান্ডার এবং গঙ্গাসাগর সেতু বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কে ধন্যবাদ জানায়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বাহারুল ইসলাম কর্মাধ্যক্ষ কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতি, জেলা পরিষদের সদস্য মহীতোষ দাস ও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি স্বপন কুমার প্রধান জি বি ডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র ও সকল কর্মাধ্যক্ষগণ এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্য সদস্যাগণ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ