সাজো সাজো রবে সেজে উঠেছে বীরভূমের বক্রেশ্বর ধাম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: মঙ্গলবার ২২,জুলাই :: বীরভূমের বক্রেশ্বর ধামে মানুষের ভিড় করেছে উপচে পড়ার মতো। আর আমরা সকলেই জানি বীরভূমের বক্রেশ্বরের গল্প ।পৌরাণিক কাহিনি অনুসারে, সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন।

ত্রুদ্ধ ঋষির দেহ আটটি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। বহুবছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। একারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে।

কথিত আছে এখানের পড়েছে দেবীর ত্রিনয়ন।দেবী এখানে দশভূজা রূপে পূজিতা হন। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ এর উষ্ণ প্রস্রবণগুলি।এই শহরে দশটি উষ্ণ প্রস্রবণ আছে; এগুলি হল – পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড।

বীরভূমের বিখ্যাত সতীপীঠ গুলির অন্যতম বক্রেশ্বর, বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নামানুসারে। বক্রেশ্বর ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ।

পশ্চিমবঙ্গের সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ। সেখানেই রয়েছে উষ্ণ প্রস্রবণ  ঘাট। শ্রাবণ মাস পড়তে না পড়তেই বীরভূমের বক্রেশ্বর ধামে অগণিত পুন্যার্থী ভিড় দেখা যাচ্ছে উপচে পড়ার মতো ।

বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে এই শ্রাবণ মাসে প্রতিটি মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছে। আর সেই দৃশ্য চাক্ষুষ দেখতে হলে চলে আসতে হবে, বীরভূমের বক্রেশ্বর ধামে। ইতিমধ্যেই শ্রাবণের প্রথম সপ্তাহে দেখা গেল বাবা ভোলানাথের মাথায় জল ঢালার হিড়িক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 9 =