সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ২০,আগস্ট :: নির্মীয়মান সেফটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে ট্যাংকের ভিতরে পড়ে গিয়ে মৃত্যু হল দুই রাজ মিস্ত্রির।রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনির গুয়াবাড়ি এলাকায়।
মৃতদের নাম আমিনুল ইসলাম (২৭)ও শাহিদ আহমেদ (২০)।সম্পর্কে মৃত দুই যুবক দুই তুতো ভাই। একই বাড়ির বাসিন্দা। স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন স্থানীয় এক বাড়িতে ওই দুই ভাই সেফটি ট্যাঙ্কের সাটারিং খুলতে যায়। মাস খানেক আগে তারা সাটারিং লাগিয়ে গিয়েছিল।
এদিন সেফটি ট্যাংকের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বড় ভাই অসাবধানতা বশত নিচে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে ছোট ভাইও নিচে পড়ে যায়। ট্যাংকের ভিতরে জল ও গ্যাস জমে থাকায় দুই জন আবদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় মালবাজারের দমকল বাহিনী এবং মাল থানার পুলিশ। এরপর পাম্পের সাহায্যে জল বের করে দুজনকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।