সাড়ম্বরের সঙ্গে ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে মন্দির নগরী শ্রীচৈতন্য মহাপ্রভু ধাম নবদ্বীপে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: মঙ্গলবার ২৯,আগস্ট :: সাড়ম্বরের সঙ্গে ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে মন্দির নগরী শ্রীচৈতন্য মহাপ্রভু ধাম নবদ্বীপে। শ্রাবণ মাসের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা অর্থাত্‍ রাখি পূর্ণিমা পর্যন্ত এই পাঁচদিন ধরে পালিত হবে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয় ঝুলন উত্‍সব।

দোলযাত্রার পর এই ঝুলনই হল বৈষ্ণবদের কাছে অন্যতম উত্‍সব মথুরা-বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। ঝুলন শব্দের অর্থ দোলনা। এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দোলনায় বসিয়ে পুজো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =