নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মায়াপুর :: বৃহস্পতিবার ১,মে :: তীব্র দাবদাতে নাজেহাল জনজীবন। প্রখর এই গ্রীষ্মের বৈশাখে গরমে কষ্ট পান ভগবানও। আর এই গরম থেকে ভগবানকে স্বস্তি দিতে মোট মন্দিরে বিগ্রহ শরীরে চন্দন লেপন করা হয়।
অক্ষয় তৃতীয়া থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা চলে ২১ দিন ব্যাপী।গরম থেকে মুক্তি দিতে ভগবানের শরীরে চন্দন লেপে তাঁকে স্বস্তি দেওয়ার চেষ্টার সাথে সাথে
মায়াপুর ইসকন মন্দিরের প্রভুপাদ সমাধি মন্দিরের পুস্করিণীতে পঙ্খিরাজ নৌকায় করে চারিদিক প্রদক্ষিণ করানো হয়। বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে এই চন্দন যাত্রা উৎসব পালন করা হয়।
প্রতিদিন বিকেল হলেই মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে সংকীর্তন সহকারে নিয়ে আসা হয় প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে। ময়ূরপঙ্খী নৌকোয় নৌকো বিহারে করে দোল দেওয়া হয় ভগবানকে। পুরীর নরেন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা আজও রীতি ও প্রথা মেনে পালিত হয় মায়াপুর ইসকন মন্দিরে।
খোলা আকাশে মুক্ত বাতাসে এই চন্দন যাত্রা উৎসব মানুষ সহ ভগবানকে স্বস্তি এনে দেয়। এই চন্দন যাত্রা উৎসব দেখতে মায়াপুরে প্রতিদিন বিকেলে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্তর সমাগম হয় মায়াপুর প্রভুপাদ সমাধি মন্দিরে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে শুরু হয় চন্দন যাত্রা উত্সব চলবে ২১ দিনব্যাপী।