সাড়ে চার ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পরে সিআইডি দপ্তর ভবানী ভবন থেকে বার হন ভাঙরের বিধায়ক নওসদ সিদ্দিকী ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১,সেপ্টেম্বর :: সাড়ে চার ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পরে সিআইডি দপ্তর ভবানী ভবন থেকে বার হন ভাঙরের বিধায়ক নওসদ সিদ্দিকী । হাসিমুখে তাকে বেরিয়ে আসতে দেখা যায় । তিনি বলেন , আমি আজকেও এসেছি , পরবর্তীকালে আমাকে ডাকলে আবারও আসব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সাথে হাত মিলিয়েছেন এই প্রসঙ্গে নওশাদ বলেন , রাহুল গান্ধীকে ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে , তবে যাদের সাথে হাত মেলাচ্ছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল না থাকতো তাহলে আমি যোগ দেয়ার কথা ভাবতাম ।

সিআইডি অফিসাররা ভালো তবে অফিসারের সংখ্যা অনেক কম । মুখ্যমন্ত্রীকে বলব যাতে আরো অফিসার নিয়োগ করেন। একটা সময় আসবে সিআইডি বুঝতে পারবে যে আমার কোন ভূমিকা ছিলনা ভাঙরের ঘটনায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =