নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: এ বছরের পুজোর প্রস্তুতি শেষ। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের কাছে এই কালী মন্দির খুবই পবিত্র। এখানেই নাকি দেবী চৌধুরানী একবার কালী পুজো করেছিলেন। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন ঐতিহাসিক দেবী চৌধুরানি মন্দিরে কালী পুজোর প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।
সাড়ে ৩০০ বছরেরও বেশি পুরনো এই মন্দিরে কালী পুজোর রাতে মা কালীর সাজসজ্জা সম্পন্ন করেন মন্দিরের পুরোহিত। প্রতিবারের মতো এই বছরও রাত ৯ টা থেকে সারারাত ধরে চলবে কালী পুজো। কালী পজোর রাতে এই মন্দিরে ভক্তদের ভিড় বাড়ে। জলপাইগুড়ির ভক্তরা বিশ্বাস করেন, মা দেবী এখানে এসে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন।
এখানকার প্রাচীন রীতি এবং নিয়মাবলীকে সম্মান জানিয়ে, প্রতিবারের মতো এবারও পুরোহিত নিজ হাতে সাজান কালী মাকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর কালী পুজো উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্দিরের চারপাশে সুরক্ষা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে, দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য কালীপুজোর রাতে যথাযথ ব্যবস্থা করা হয়েছে।
কথিত আছে সাড়ে তিনশো বছর আগে যখন এই মন্দিরে প্রথম পুজো শুরু হয়, তখন পুরো অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলের মধ্যে যাতায়াত ছিল বেশ কিছু ডাকাতের। তারই এখানে প্রথম কালী পুজো শুরু করেন।
পরে ব্রিটিশ যুগে এই জঙ্গলেই আশ্রয় নিয়েছিলেন বহু স্বাধীনতা সংগ্রামী। এমন কি এসেছিলেন দেবী চৌধুরানী। তিনি এই মন্দিরে কালী পুজো করেন। সেই থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় দেবী চৌধুরানী মন্দির। ভক্তদের বিশ্বাস কালী পুজোর দিন উপোস থেকে এখানে দেবী কালীকে অর্ঘ্য নিবেদন করলে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয়।