নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বুধবার ২৬,মার্চ :: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, অনিয়মই নিয়ম চলছে সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে। তাই বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, বিদ্যালয়ের একটা বড় অংশে ছড়িয়ে রয়েছে জ্বালানি কাঠ। একটা আস্ত ক্লাসরুম ঠাসা কাঠের ভাঙ্গা টেবিল ও বেঞ্চে। ভাঙ্গাচোরা জরাজীর্ণ স্কুল বিল্ডিং এর পরতে পরতে অপরিচ্ছন্নতার ছাপ স্পষ্ট। একটা শ্রেণিকক্ষে চলছে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস । একটা ক্লাসে চারটে শ্রেণীর পঠন পাঠন হয়।
একঝলক দেখলে মনে প্রশ্ন জাগবে স্কুল নাকি গোয়ালঘর ? সর্বোপরি পঠন পাঠন ঠিকমতো হয়না। শিক্ষকরা সময় মত যাতায়াত করেননা। নিয়মিত মিড ডে মিল হয়না। স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবক মহলের এমনটাই দাবি।
এই বিদ্যালয়ে তিন জন শিক্ষক আছেন। অভিযোগ, তাঁরা নিয়মিত স্কুলে আসেন না। প্রতিদিন খুদে পড়ুয়াদের এটেনড্যান্স নেওয়া হয় না। রেগুরাল মিড-ডে-মিলও দেওয়া হয় না।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে রয়েছে।
এমন একটি জেলায় এই সরকারি সাতখন্ড প্রাথমিক বিদ্যালয়ে, শিক্ষার পরিবেশ এবং শিক্ষা দান এই দুই মূল বিষয় অবিলম্বে ফিরে আসুক। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হস্তক্ষেপ করুন। এমনটাই চাইছেন স্থানীয় গ্রামবাসীরা।