নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ১১,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়া পাওয়ার হাউসে কাজ করতে গিয়ে বুধবার অগ্নিদগ্ধ হলেন দুই কর্মী । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে । এদিন সাতগেছিয়াতে পাওয়ার হাউসে কাজ করছিলেন দুই কর্মী। সেই সময় তারা অগ্নিদগ্ধ হয় বলে সূত্র মারফত জানা যায়।
যদিও কিভাবে এই ঘটনা ঘটলো তার কারণ স্পষ্ট নয় । জানা গেছে ওই দুই কর্মী কার্তিক সর্দার যার আনুমানিক বয়স ২৯ বছর , অপরজন রাজ সর্দার যার আনুমানিক বয়স ২১ বছর । এরা দুজনেই নদীয়ার হরিণঘাটার আনন্দপুর এলাকার বাসিন্দা।
ঘটনার পরেই তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের বর্ধমান স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে ।