সাতগ্রাম ইনক্লাইন কোলিয়ারির ম্যানেজমেন্ট অফিসের বাইরে শ্রমিকদের ধর্না প্রদর্শন ।

সুব্রত বাউরী :: সংবাদ প্রবাহ :: জামুরিয়া :: জামুড়িয়ার সাতগ্রাম এলাকার নিমডাঙ্গা প্রজেকটে অবস্থিত সাতগ্রাম ইনক্লাইন কোলিয়ারি পরিচালনার বিরুদ্ধে ইউনিয়ন ও সকল শ্রমিকরা আন্দোলনে নামে। বিষ্ণুদেব নোনিয়া জানান গত ২০০৪ সালের পরে ইসিএল-এ পরিষেবা সম্পর্কিত পদোন্নতি পাননি।তিনি ইসিএল ম্যানেজমেন্টকে বেশ কয়েকবার বিষয়টা জানানোর পরও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে এআইটিইউসি সহ সকল শ্রমিক ম্যানেজমেন্ট অফিসের বাইরে বিক্ষোভ করে ধর্নায় বসেন। এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জয় কিষাণ মিশ্র বলেন, আমাদের একজন কর্মী হলেন বিষ্ণুদেব নোনিয়া। তার পক্ষে আমরা আজ সকাল থেকে তার সঙ্গে প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসেছি  । এই ধর্না চলবে তিন দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত।এই তিন দিনের মধ্যে যদি প্রশাসন আমাদের দাবি পূরণ না করে তবে আমরা অনশন করব। এ ছাড়া যেসব ইসিএল কর্মী অবসর গ্রহণের পর চিকিৎসা সুবিধা বাবদ ৪০ হাজার টাকা কেটে নেন, সেই টাকা কেটে নেওয়ার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, এর সার্টিফিকেট দরকার ।

স্লিপের নামে সব সময় ভুল থাকে যার কারণে মানুষ দিন দিন সমস্যার সম্মুখীন হচ্ছেন । উপস্থিত ছিলেন সুশীল কুমার দে, লিঙ্গরাজ প্রধান, শ্রাবণ সিং ,আলমগীর মিয়া, মির্জা গালিব, বিষ্ণুদেব ননিয়া ,ভগবান ভর প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 4 =