নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: সাতসকালেই বেপরোয়া ড্রাইভিং। তাড়া করে গাড়ি থামাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত। জোড়াবাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল এভিনিউ এর ঘটনা।
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। পুলিশ সূত্রে জানা যায় বনগাঁ থেকে গাড়িটি আসছিল। গিরিশ পার্ক মোড় এর কাছে ব্রেথ এনালাইজ টেস্ট করা হয়। চালকসহ গাড়িটি আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ।