নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে যায় আস্ত একটি বাড়ি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার হঠাৎ পাড়া গ্রামে। আজ সকালে কাঠের উনুনে চা করার পর সেই চা খেয়ে সকলে কাজে বেরিয়েছিল। আর সেই উনুন থেকে কাঠ পাটকাঠি থেকে আগুন ধরে যায় ঘরে।
ঘরে রাখা গ্যাস সিলিন্ডার বাস্ট করে। আগুন ধরে যায় গোটা বাড়িতে। খবর যায় স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায়। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়িতে থাকা সমস্ত দরকারি কাগজপত্র থেকে শুরু করে আসবাব পত্র এমনকি ঘরে রাখা একটি সাইকেল পুড়ে যায়। তবে রান্নার আগুন থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। যদিও গোটা বিষয়টি খুঁটিয়ে দেখছে দমকল ও স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।