ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১০,জুলাই :: উত্তরপ্রদেশের উন্নাওয়ে দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে। সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেল ১৮ জনের। বুধবার ভোরে উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বহু যাত্রীর। জখম হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী দোতলা বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল। আগ্রা-লখনউ এক্সপ্রেস ওয়েতে একটি ট্যাঙ্কারে ধাক্কা মারে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ খোঁজার কাজও শুরু হয়েছে।
দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, উন্নাওয়ের সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১৯। তাঁদের উন্নাওয়ের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টারগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৃত ও আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।