নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৩,নভেম্বর :: সপ্তাহের প্রথম দিন সাতসকালে খাস কলকাতায় শুটআউট। সোমবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর এলাকায় একটি ক্লাবের সামনে চলল গুলি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা। পিঠে গুলি লাগে ওই মহিলার।
তাঁকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে। দুষ্কৃতীরা পলাতক। সাতসকালে এমন কাণ্ডের জেরে তীব্র আতঙ্ক এলাকায়। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে, সকালে হরিদেবপুরের একটি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন মৌসুমী হালদার নামে পঞ্চাশোর্ধ্ব এক মহিলা।
আচমকাই তাঁর উপর হামলা চালায় জনা দুই দুষ্কৃতী। পিছন থেকে বাইকে করে এসে মৌসুমীদেবীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৌসুমীদেবীর ছেলে ঘটনাস্থলের অদূরেই ছিলেন। তিনিই মাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শান্তা ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, তিনি সকালে বাড়িতে রান্না করছিলেন। আচমকা গুলির শব্দ শুনতে পান। জানলা দিয়ে দেখতে পান, এক মহিলার পিঠে গুলি লেগেছে। তিনি রাস্তায় লুটিয়ে পড়েছেন। তবে ছেলে কাছে থাকায় তিনিই মাকে তুলে নিয়ে গিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, পঞ্চাশোর্ধ্ব মহিলার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। হরিদেবপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে শুটআউটের ঘটনা ঘটেছে।
সূত্রের খবর, এনিয়ে লালবাজারের গোয়েন্দাদের সঙ্গেও কথা বলেছে হরিদেবপুর থানার পুলিশ। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরে ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

