নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: বৃহস্পতিবার সাতসকালে দামোদর নদী থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার সকালে দামোদর নদীর বিসর্জন ঘাটের কাছে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়।
এরপরেই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ ও কোক ওভেন থানার পুলিশ আসে। জল থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়দের দিয়ে মৃতদেহ শনাক্তকরণ চেষ্টা করে পুলিশ। কেউ শনাক্ত করতে না পারায় মৃতদেহ বড়জোড়া থানার পুলিশ নিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তির পরনে ছিল জ্যাকেট, সুসজ্জিত পোশাক। কোন দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্ত করে জানতে চাইছে বড়জোড়া থানার পুলিশ।