সাতসকালে ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। চলতে-চলতে বন্ধ হয়ে গেল মেট্রো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: সাতসকালে ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। চলতে-চলতে বন্ধ হয়ে গেল মেট্রো। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের মধ্য়েই থেমে গেল মেট্রো। বদ্ধ পরিবেশে উদ্বেগ তৈরি হল যাত্রীদের মনে।

সপ্তাহের শুরুতেই অফিস যাতায়াত কার্যত বানচাল হওয়ার পথেই। গোটা ঘটনা ঘিরে পুনরায় প্রশ্ন উঠল শহর কলকাতাকে জুড়ে দেওয়া সবচেয়ে পুরনো রুট বা ব্লু লাইনের দিকে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিদ্য়ুৎ বিভ্রাটের জেরেই এই সমস্য়ার সূত্রপাত।

বিদ্য়ুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রোটি। স্বাভাবিক ভাবেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে মেট্রো কর্তৃপক্ষ। এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া।

যেন তেন প্রকারেণ যাত্রীদের মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে বলেই জানিয়েছেন কলকাতা মেট্রোর আধিকারিকরা। প্রায় দেড় ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এখন পরিষেবা স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =