সাত বছর পর চিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – বৈঠক হবে শি জিন পিং এর সঙ্গে -আশাবাদী বিশ্ব রাজনীতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ৩০,আগস্ট :: সাত বছর পর ফের চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সফরে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে চিনের রাষ্ট্রপতি শি জিন পিং-এর সঙ্গে। কূটনৈতিক মহল মনে করছে, দুই দেশের সম্পর্কের অচলাবস্থা কাটাতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

২০১৭ সালে ডোকলাম সীমান্ত সংঘাতের পর থেকে ভারত-চিন সম্পর্ক কার্যত ঠান্ডা হয়ে যায়। পরে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সীমান্তে একাধিক রাউন্ড সেনা পর্যায়ের বৈঠক হলেও সমস্যার পূর্ণ সমাধান হয়নি।

সরকারি সূত্রে খবর, মোদী–শি বৈঠকে সীমান্ত পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতির নানা ইস্যু আলোচনায় আসতে পারে। বিশেষত, ভারত যে বিশাল বাণিজ্য ঘাটতির মুখোমুখি, তার সমাধানের পথ খোঁজার উপরও জোর দেওয়া হবে।

পর্যবেক্ষকরা মনে করছেন, মোদীর এই চিন সফর দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =