সাত মাস ধরে বেতন পাচ্ছেন না খড়দহ ফেরিঘাটের কর্মীরা ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: সাত মাস ধরে বেতন পাচ্ছেন না খড়দহ ফেরিঘাটের কর্মীরা । ফেরিঘাট টি খড়দহ পৌরসভার অন্তর্গত হলেও ফেরিঘাটের সমস্ত কাজকর্ম পরিচালনা করে রিসরা পৌরসভা । কর্মীদের অভিযোগ রিসরা পৌরসভাকে ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও তারা তাদের বেতন পাচ্ছেন না ।

তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধ করে দিলেন ফেরিঘাটের কর্মীরা । হাড়ি, কড়াই হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ফেরিঘাটের কর্মীরা । ঘটনাকে কেন্দ্র করে ফেরিঘাট চত্বরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে । ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে খরদহ থানার পুলিশ । যে সমস্ত নিত্যযাত্রীরা প্রতিদিন ফেরিঘাটে যাতায়াত করেন তারা যথেষ্ট দুর্ভোগের সম্মুখীন  হয়েছেন । ফেরিঘাট বন্ধ থাকায় তাদেরকে ফিরে যেতে হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 15 =