নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: ভাঙ্গড় এক নম্বর ব্লকের অন্তর্গত চক বড়ালী এলাকায় অনলাইন দোকানদার জলিল মোল্লার বাড়িতে সাত সকালে ইডির হানা। তবে এলাকাবাসীর সূত্রে জানা যায় , বালিগাদা এলাকায় আগে একটি অনলাইনের দোকান ছিল এই জলিল মোল্লার।
পরে কলকাতা কৈখালী এলাকায় একটি অনলাইনের দোকানে কাজ করে জলিল। তবে এলাকাবাসী জলিল মোল্লার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। মোট ছয় জন ইডি আধিকারিক তিনটি গাড়ি করে আসে জলিল মোল্লার বাড়িতে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য বাহারুল ইসলাম জানান, এখন অনলাইনের মাধ্যমে প্রতারণা হচ্ছে অনেক।
ভাঙড় এলাকায় বহু অনলাইন সেন্টার খুলেছে বহু মানুষ। অনলাইন সেন্টারে মধ্যে কি কাজ হচ্ছে আমরা বুঝতে পারছি না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি অভিযানে এসছে তখন নিশ্চয়ই অনলাইন চক্রের মাধ্যমে কোন না কোন অপরাধ করেছে অভিযুক্ত । সেই জন্যই অভিযুক্তকে দোকানে এবং বাড়িতে তল্লাশি করতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।