নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বুধবার ১১,ডিসেম্বর :: সাত সকালেই কোদালে করে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুরে। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ। খুন হন সদানন্দ দাস সবজি ব্যবসায়ী। গ্রেফতার অভিযুক্ত বাপি দাস।
প্রতিদিনের মতো এদিন সকালেই বীরভূমের নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সবজির দোকান লাগাচ্ছিল স্থানীয় ব্যবসায়ী সদানন্দ দাস। ছেলেকে দোকানে রেখে দোকান থেকে বেরোতেই আচমকাই পিছন দিক থেকে কোদালে করে মাথায় কোপ মারলো বাপি দাস। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সদানন্দ সবজি ব্যবসায়ী। নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করে।
সবজি বিক্রেতা খুনের ঘটনায় অভিযুক্ত বাপি দাস মানসিকভাবে বিপর্যস্ত। স্থানীয় সূত্রে সেটাই দাবি। খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদ থেকেই খুন।
নানুরে সবজি বিক্রেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াই। ঘটনাস্থলে এসে পৌঁছই নানুর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত বাপি দাস কে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনায় চাঞ্চল্য নানুর জুড়ে।