নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজগঞ্জ :: শুক্রবার ১৬,মে :: আবারও চোলাই মদের তৈরি কারখানাতে হানা রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা আউটপোস্টের পুলিশের ।
আজ সকাল সকাল গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা আউটপোস্টের ওসি অর্জিত কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শিকারপুর অঞ্চলের চিল্কা পাড়া এলাকায় মাধব রায়ের বাড়িতে হানা দেয়।আর সেখানেই বাড়ির ভেতর তৈরি হচ্ছিল চোলাই মদ। পুলিশ দেখেই পালানোর চেষ্টা করে অভিযুক্তকে আটক করে পুলিশ।
এরপর বাজেয়াপ্ত করে মদ তৈরীর সরঞ্জাম সহ ২০ লিটার চোলাই মদ। বেলাকোবা আউটপোস্টের পুলিশ জানায় মদ তৈরির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অভিযান চলছে। আজ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ জলপাইগুড়ি কোর্টে পাঠানো হবে।