নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: সাত সকালে ফের দুর্ঘটনা বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের রায়নার মিরেপোতা এলাকায় ।
পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম ছোট গাড়ির চালক । চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।
স্থানীয় সূত্রে জানা গেছে ছোট পণ্যবাহী ছোট গাড়িটি বর্ধমান অভিমুখে যাচ্ছিল । একই সময়ে উল্টো দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তার ফলে দুমড়ে মুচড়ে যায় ছোটোগাড়ি । তার চালক গুরুতর জখম।
স্থানীয় মানুষজন এবং সেহারা ফাঁড়ির ও সেহারা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি আহতকে উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে। বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুটি গাড়িকে আটক করেছে পুলিশ ।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাইকে করে ঘটনাস্থলে আসার সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক চালক গুরুতর আহত হয়ে পড়ে থাকে একই সঙ্গে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।