নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সাত সকালে বন্দুক উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ এলাকায়। বৃহস্পতিবার সকালে পৌরসভার সাফাই কর্মীরা যখন ড্রেন পরিস্কার করছিলেন তখন ঐ একনলা বন্দুকটি উদ্ধার হয় বলে জানা গেছে।
উদ্ধারকারী পূর্ণিমা হাড়ি বলেন, ড্রেন পরিস্কার করার সময় স্ল্যাবের নিচে ভারী মতো কিছু একটা জিনিস হাতে লাগে। ইঁট ভেবে উপরে তুলে আনি। পরে দেখা যায়, ইঁট নয়, প্লাষ্টিকে মোড়া রয়েছে বন্দুক বলে তিনি জানান।
বন্দুক উদ্ধারের খবরে আতঙ্কিত স্থানীয়রাও। ঐ এলাকার বাসিন্দা তপন বিদ্ বলেন, আমরা এই ধরণের ঘটনা দেখতে অভ্যস্ত নই, আমাদের শান্তিপ্রিয় পাড়া। এই ঘটনায় তারা যথেষ্ট উদ্বিগ্ন ও আতঙ্কিত বলে তিনি জানান।
খবর পেয়ে ঐ এলাকায় পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ ঐ বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে কিভাবে, কার হাত ধরে ঐ বন্দুকটি ঐ এলাকায় এলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।