নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সাত সকালে ভয়াবহ পথে দুর্ঘটনা, দশ চাকার লরি এবং মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের। মৃত্যু হয় এক মহিলা দুই শিশুসহ দুই যুবকের। ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের।
জানা যায় এদিন সকালে নাকাশিপাড়া থানর ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা থেকে কিছুটা দূরে মারুতিতে করে কয়েকজন আসছিলেন। তখনই উল্টো দিক থেকে যাচ্ছিল একটি ১০ চাকার লরি। দুটি গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে। কার্যত পিষে যায় ওই মারুতি ভ্যানটি ।
সাতসকলে হওয়ার কারণে বেশি পথচারী না থাকার কারণে উদ্ধার কাজ করতে সময় লেগে যায়। কয়েকজন পথচারীরা প্রাথমিকভাবে ওই যাত্রীদের গাড়ি থেকে বের করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশু এক মহিলা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের দাবি রাস্তা কাজ চলার কারণে এখনো সম্পূর্ণ হয়নি। আর সম্পূর্ণ না হওয়ার কারণে কখনো টু ওয়ে থেকে ওয়ান ওয়ে রাস্তর পারাপারের সময় এই দুর্ঘটনা লেগেই থাকে। সেই কারণেই এমন দুর্ঘটনা মনে করছে স্থানীয়রা। পাশাপাশি মৃতদেহ গুলির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। মৃতদেহগুলি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে এই দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। যদিও স্থানীয়রা জানাচ্ছেন রাস্তার এই বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা।