নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: বীরভূম জেলার শৈবক্ষেত্র বক্রেশ্বরে বাসুদেব মিশনে সাধক বাসুদেব বাবার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হলো তাঁরই প্রতিষ্ঠিত বাসুদেব মিশনে।
ভক্তদের উদ্যোগে এই উপলক্ষে সকাল থেকেই চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। দুপুরে ছিল প্রসাদের আয়োজন। এ বিষয়ে মিশনের তরফে ভৈরবী আনন্দময়ী দেবী অম্বা জানান সারাদিনের কর্মসূচি।