সাধারণের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে স্কুল খোলার দাবীতে পুনরায় ডেপুটেশন দিলো প্রধান শিক্ষকদের সংগঠন এ এস এফ এইচ এম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সল্টলেক :: অবিলম্বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র- ছাত্রীদের নিয়মিত ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সাথে সাথে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন- পাঠন শুরুর জোরালো দাবীতে পুনরায় ডেপুটেশন দিলো রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সর্ববৃহৎ সংগঠন এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস।

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতির নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ বিকাশ ভবনে রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার সহ, বিদ্যালয় শিক্ষা সচিবকে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের অন্যান্য দাবীর মধ্যে রোপা ২০১৯ এ বেতন বৈষম্য দূরীকরণ, ১০/২০ বছরের ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ, গ্রামীন বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকাদের শূন্যতা পূরণ, উৎসশ্রী বদলিতে কিছু সমস্যা দূরীকরণ সহ অন্যান্য বিভিন্ন দাবী ছিল।

এর পর প্রতিনিধিদল কারিগরী ভবনে চেয়ারম্যান শ্রী পূর্ণেন্দু বসুর সাথে সাক্ষাৎ করেন। মূলতঃ ভোকেশনাল শিক্ষা, NSQF বিষয়ে আলোচনা হয়। আজকের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য কোষাধ্যক্ষ অম্বরীশ কুমার দত্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার কর, জগবন্ধু রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =