সাধারণ পর্যটকদের ওপর হামলা ও নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছিল অভিনব উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: সোমবার ২৮,এপ্রিল :: হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যান্ডেলের সমস্ত দোকানের লাইট। পথ চলতি মানুষ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে ভেবেছিলেন হয়তো লোডশেডিং হয়েছে, কিন্তু তা একেবারেই নয়।

কাশ্মীরে জঙ্গিদের দ্বারা ভয়াবহ নারকীয় সাধারণ পর্যটকদের ওপর হামলা ও নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছিল অভিনব উদ্যোগ।ব্যান্ডেল শহর প্রথমবার দেখল এই ধরনের প্রতিবাদ, ব্যান্ডেল পিরতলা থেকে ,ব্যান্ডেল বাঁশতলা ,ব্যান্ডেল লিচুবাগান থেকে, ব্যান্ডেল মোড় পর্যন্ত, ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত সমস্ত দোকানদারেরা

কাশ্মীরের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় দশ মিনিট ধরে নিজেদের দোকানের সমস্ত লাইট বন্ধ করে বাইরে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই হত্যালীলার প্রতিবাদ জানান।

শুধু দোকানদার বললে ভুল হবে। ব্যান্ডেল অঞ্চলে বড় বড় শোরুম বড় বড় মল, বড় বড় হোটেল রেস্টুরেন্ট, তারাও কিন্তু এই অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করেন, শহরের পথ চলতি মানুষ থেকে সাধারণ মানুষ সকলেই এই ধরনের প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =