নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের ২০০ অতিরিক্ত ভিলেজ রিসোর্ট পারসন আছে। সারাবছর গ্রামে প্রসূতি মা থেকে শুরু করে দুরারোগ্য রোগে আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর পাশাপাশি সচেতনতার বার্তা দেন পাশাপাশি গ্রামের সমস্ত রকম কাজের সঙ্গে এইসব ভিআরপি কর্মীরা যুক্ত।
তাদের দাবি ২০১৮-১৯ সালে স্বরুপ নগর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের ২০০ জন অতিরিক্ত ভি আর পি কর্মী ব্লকে নিযুক্ত হয় এবং তারা পাঁচ বছর ধরে সমাজের বিভিন্ন স্থানে মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে। তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআরপি কর্মীদের জন্য সান্মানিক ভাতা চালু করেছেন অনেকে পাচ্ছে, আমরা পাচ্ছি না।
একদিকে সরকারি ফেডারেশন কর্মচারী খাতায় নাম তোলা অন্যদিকে সমকাজের সমবেতন যাতে পাই তার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ আমরা চাই রাজ্য সরকারের ঘোষিত সান্মানিক ভাতা ও সমকাজের সমবেতন থেকে বঞ্চিত না করে আমাদেরকে দেওয়া হোক। আমরা দাবি জানাচ্ছি অতিরিক্ত ৭৫০ টাকা আমরা পাচ্ছি না আমাদের নাম তোলা হোক আমাদের সান্মানিক ভাতা চালু করা হোক।