নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: রবিবার ১৯,অক্টোবর :: সাবধানতা অবলম্বনে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে ও ইসলামপুর পৌরসভার উদ্যোগে ইসলামপুর কৃষি বাজারে বসেছে এবার গ্রীন আতসবাজি বাজার ।
লোকালয় থেকে অনেকটা দূরে এই আতসবাজি বাজার বসেছে । তবে সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রীন আতসবাজি। দোকানদাররা তাদের বাজির পসরা সাজিয়ে বসেছেন।
এই স্টল উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্র সহ বিভিন্ন পৌর আধিকারিক ও দোকানদারেরা।
ফিতে কেটে বাজি পুড়িয়ে বাজারের শুভ উদ্বোধন করেন পৌর প্রধান। সাংবাদিকদের তিনি বলেন শব্দ দূষণ রোধে এবং সাবধানতা অবলম্বনের জন্য এখানে শুধুই গ্রীন আতসবাজি পাওয়া যাবে। অন্যদিকে জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও ডালখোলা পুরসভার উদ্যোগেও অনুরূপ গ্রীন আতশবাজির বাজার করা হয়েছে।