সাবধান বিমান বন্দরগুলিতে হতে পারে জঙ্গি হামলা – ২২ সে সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক কলকাতা :: বুধবার ৬,আগস্ট :: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে জঙ্গি হামলা হতে পারে সারাদেশের বিমান বন্দরগুলিতে । তাই সতর্কতা অবলম্বন করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বেসামরিক বিমান নিরাপত্তা দপ্তর।

কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের পরিপ্রেক্ষিতে, ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে জঙ্গি গোষ্ঠী হামলা করতে পারে। এই সময়ের মধ্যে বিমানবন্দরের সমস্ত স্টেকহোল্ডারদের বিমানবন্দর, বিমানঘাঁটি, হেলিপ্যাড সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

নির্দেশিকায় বলা হয়েছে, সব বিমানবন্দর ও অসামরিক উড়ান কেন্দ্রগুলিকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সর্বোচ্চ সতর্কতা নিতে হবে। প্রতিটি বিমানবন্দর ও উড়ানস্থলে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে বলা হয়েছে। টার্মিনাল, পার্কিং লট, ব্যারিকেড ঘেরা এলাকায় টহল বাড়ানোর কথা বলা হয়েছে।

এয়ারপোর্ট স্টাফ, ঠিকাদার সবার পরিচয়পত্র কঠোরভাবে পরীক্ষা করতে হবে। সমস্ত সিসিটিভি ক্যামেরা যাতে সচল থাকে ও লাগাতার নজরদারি চালানো হয়, তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 9 =