সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৬,ডিসেম্বর :: সামনেই রয়েছে বড়দিন, আর বড়দিন মানে স্যান্টাক্লজ ক্রিসমাস ট্রি, রংবেরঙের বাহারি কাগজ । বড়দিনের প্রাক্কালে সেজে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট।
প্রত্যেক বছর ২৫শে ডিসেম্বর বড়দিনের আগে স্যান্টাক্লজ, ক্রিসমাস ট্রি এর চাহিদা থাকে। বিশেষ করে কচিকাচাদের পছন্দ স্যান্টাক্লজ, ক্রিসমাস ট্রি। সেদিন দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটে বিভিন্ন দোকানগুলিতে রয়েছে ক্রিসমাস ট্রি ,স্যান্টাক্লজ সহ ,আরো অনেক কিছুতেই সেজে উঠেছে বিধান মার্কেট।