সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,এপ্রিল :: মা দুর্গার আরেক নাম বাসন্তী, প্রত্যেক বছর বসন্ত কালে বাসন্তী পুজো হয়ে থাকে। গতকাল থেকে শুরু হয়েছে নবরাত্রি, আগামী রবিবার পয়লা বৈশাখের দিন থেকে শুরু বাসন্তী পুজো।
মা দুর্গার আরেক নাম বাসন্তী, মা দুর্গার পাশে যেমন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকেন। দুর্গা পূজার মতো এই পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তে হয়। ষষ্ঠীতে মায়ের বোধন হয়। শিলিগুড়িতে ঘটা করে বাসন্তী পুজো হয়ে থাকে বেশ কয়েকটি জায়গায়। শিলিগুড়ি কুমারটুলিতে তৈরি হচ্ছে মা বাসন্তীর প্রতিমা,
এই বিষয়ে একটা মৃৎশিল্পী জানান বেশ কয়েকটি মা বাসন্তীর প্রতিমা তৈরি করছেন। সামনেই পূজো তাই রাত দিন কাজ করছেন। ইতিমধ্যে প্রতিমা গুলির বায়না হয়ে গেছে। রবিবার থেকে পুজো শুরু হাতে আর বেশি দেরি নেই তাই জোর কদমে চলছে কাজ।