সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। গতকাল ছিল শিবরাত্রি আর সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই সামনেই আসছে রঙের উৎসব হোলি। প্রত্যেক বছর শিলিগুড়ির হকার্স কর্নারে রং আবিরের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।
বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় দেদার বিক্রি। এ বছরে দেখা গেল বিভিন্ন রং আবির মুখোশ আরো কত কি? সুন্দর করে দোকানদাররা সাজিয়ে বসেছেন। তবে তাদের অনেকের মুখে একই কথা এবারে কিন্তু বিক্রি বাট্টা একেবারে নেই। এজন্য তারা যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন।
আর সপ্তাহ দুয়েক বাকি থাকলেও প্রত্যেক বছর কিন্তু এরকম সময় থেকে বিক্রি শুরু হয়ে যায়। কিন্তু এ বছর চিত্রটা সম্পূর্ণ আলাদা, দোকানদাররা জানিয়েছেন একেবারেই বিক্রি হচ্ছে না।
প্রচুর রং আবির সহ বিভিন্ন জিনিস তুলেছেন লাভের আশায় কিন্তু সেরকম বিক্রি একেবারেই নেই। কেন বিক্রি হচ্ছে না এই প্রসঙ্গে অনেক দোকানদারি জানিয়েছেন এ বছর দাম বেড়ে গেছে সেই কারণে বিক্রিতে ভাটা পড়েছে।