নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২,আগস্ট :: এসেছে শ্রাবণ মাস মন তাই কাঁদছে, রাস্তায় বেরোলে কি হয় কি হয় জীবন হাতে করে নিয়ে চলেছে মানুষ। এই করুণ জল ছবির দৃশ্য বামুনগাছি, মাদার ডেয়ারির সামনের রাস্তার। হাওড়া পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের অধীন এই রাস্তা।
বর্তমানে এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক গৌতম চৌধুরীর অধীন এই এলাকা।
এই রাস্তা দিয়ে সর্বদা বাস থেকে শুরু করে ভারী যানবাহন এবং পথ চলতি মানুষরা যাতায়াত করে। এই রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি স্কুল। এই স্কুলে প্রত্যেকদিন শিশু থেকে যুবক ও যুবতিরা পঠন -পাঠন করতে আসে ।
একদিনের এই সামান্য বৃষ্টিতেই এই রাস্তার এই হাল। পুরো বর্ষা তো পড়েই আছে তাহলে এদের অবস্থা কি হবে এটাই ভাবাচ্ছে মানুষকে। এই চিত্র নতুন নয় দীর্ঘ কয়েক যুগ ধরেই চলে আসছে এই চিত্র। কিন্তু বর্তমান রাজ্য সরকার ঘটা করে পথশ্রী প্রকল্প চালু করলেও এই রাস্তার যে কি এর হাল তা চোখে পড়ার মতো।
সাধারণ মানুষের বক্তব্য নিকাশ ব্যবস্থার উন্নয়ন হলে রাস্তার এই হাল হয় না সেটাও চলে গেছে অতল তলানিতে ।