নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৫,ডিসেম্বর :: সাম্প্রতিক পিএইচ ই পাম্প হাউসের চুরির ঘটনায় ঘটছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই ঘটনায় গ্রেপ্তার চারজন। এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল সাংবাদিক বৈঠক করে বলেন –
গত এক মাসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা যেমন মেমারী, জামালপুর, রায়না, খন্ডঘোষ, গলসি, ভাতার, আউসগ্রাম এই সকল থানা থেকে মোট ১০ টি অভিযোগ আসে, যেখানে মূল অভিযোগ সরকারি পিএইচ ই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছে ।
খোয়া যাচ্ছে বিভিন্ন জিনিস, তারই তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ, ইতিমধ্যেই পুলিশের একটি বিশেষ টিম মেমারী থানার অন্তর্গত ইছাপুর এলাকায় রেড করে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে তারই সূত্র ধরে মোট চার জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ পিএইচ ই পাম্প হাউসে চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে ।
এমন দুজন হল সজল মন্ডল, সোমনাথ ঘোষ যাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শাঁখারী এলাকায়,যারা মেমারী থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ভাড়া থাকতো। এবং চুরির জিনিস কিনতো এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে যারা হলো আফজাল শেখ যার বাড়ি মেমারীর ইছাপুরে, অপরজন হল শেখ তফিজুল যার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ।