নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৬,আগস্ট :: ৭৮ তম স্বাধীনতা দিবসের আবহে যখন নারী সুরক্ষা নিয়ে তোলপাড় গোটা দেশ । আর সেই তখনই অবাক কান্ড ঘটালেন পূর্ব বর্ধমানের জামালপুরের সারদা মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ। জননী, জন্মভূমি- স্বর্গাদপি গরিয়সী’ ।
এককথায় জন্মভূমি ও জননীকে সমান্তারালভাবে প্রতিস্থাপন করে চিন্তার প্রকাশ বোধ করি সভ্যতার শুরু থেকেই। জননী বন্দনা যেমন কাব্য সাহিত্যে দেখতে পাই, তেমনই মাতৃভূমির বন্দনা প্রাচীন কাল থেকে বর্তমান সময় এর অন্যথা হয়নি। অর্থাৎ যুগ যুগ ধরে মাতৃভূমি এবং মাকে আরাধ্যা দেবী ভেবেছেন আপামর বাঙালি ।
এবার আসি আসল কথায়, আজ স্বাধীনতা দিবস, সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। স্কুল, কলেজ,অফিস,ক্লাব সব জায়গাতেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশ মাতৃকাকে স্মরণ করে দেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হচ্ছে। সারদা মিশন শিক্ষা মন্দিরেও পালিত হলো স্বাধীনতা দিবস কিন্তু একটু অন্যভাবে।
সারদা মিশন বিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় যেখানে দেশ বন্দনার সাথে সাথে মাতৃ বন্দনাও করা হয়। এবং এই প্রথা দীর্ঘ দিন অনুষ্ঠিত হচ্ছে এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন সাধুখাঁ এবং বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা তারা প্রত্যেকেই তাদের নিজেদের মায়ের চরন যুগল ধুইয়ে, নতুন বস্ত্রদিয়ে মুছিয়ে, সেই বস্ত্র অতি যত্ন সহকারে রেখে দেয় নিজেদের কাছে। দেশ বন্দনা করার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর আজকের দিনে মাতৃ বন্দনা করা হয় এই বিদ্যালয়ে ।