নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ১৩,ডিসেম্বর :: সজোরে টোটো গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথের সারমেও। স্থানীয় বাসিন্দা প্রতিবাদ করলে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। আক্রান্ত অবস্থায় থানার দ্বারস্থ আহত ব্যক্তি।
নদিয়ার শান্তিপুর থানার শান্তিগর ১ নম্বর কলোনী এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা সন্তু পোদ্দার এর অভিযোগ, রাস্তায় শুয়ে ছিল একটি সারোমেও, হঠাৎই শুভম সাহা নামে এক টোটো চালক তীব্র গতিতে এসে ওই সারমেয়কে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে পথ কুকুরটি।
চোখের সামনে নৃশংস ঘটনা দেখে আবেগ ধরে রাখতে পারিনি তিনি, প্রতিবাদ করলে ওই টোটো চালক লোহার রড দিয়ে আচমকা তার উপর হামলা করে। আঘাত করে মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। এরপর প্রাথমিক চিকিৎসা করে দ্বারস্থ হয় শান্তিপুর থানার।
অভিযোগ করেন অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে। অভিযোগ এর আগেও ওই টোটো চালকের দাদাগিরি অনেক ক্ষেত্রেই দেখা গেছে, এবার পথের সারমেয়র সাথে নৃশংস ঘটনায় ক্ষিপ্ত হয়ে পড়ে এলাকার মানুষ। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

