সারাদেশের সাথে মালদাতেও পালিত হচ্ছে শিব চতুর্দশী এই অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেছে সকল ভক্তরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৯,মার্চ :: সারাদেশের সাথে মালদাতেও পালিত হচ্ছে শিব চতুর্দশী এই অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেছে সকল ভক্তরা। এমন চিত্র দেখা গেল মানিকচক গঙ্গা নদী ও আলাল গঙ্গা নদীতে। শিব চতুর্দশী উপলক্ষে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই চতুর্দশী উপলক্ষে সকল ভক্তরা জলভরার উদ্দেশ্যে আসে গঙ্গা নদীতে।

আগত এক ভক্ত জানান নয় বছর ধরে তিনি আসছেন। প্রতিবছরই আসেন গঙ্গা নদীতে শিব চতুর্দশী উপলক্ষে জল তুলতে। নিয়ম নিষ্ঠার সাথে, উপবাস করে থাকেন ।গঙ্গা নদীতে এসে জল তুলে নিয়ে যায়, এরপর মধ্যরাতে শিব চতুর্দশী পুজো আরাধনা করে শিব ঠাকুরের লিঙ্গে প্রহরে প্রহরে জল ঢেলে, পুনরায় পরের দিন পুজো করে সমাপ্তির জল ঢেলে, শিব চতুর্দশ ভেঙ্গে থাকেন। এই ভাবেই তারা শিব চতুর্দশী ব্রত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 20 =