নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৩,জুলাই :: নির্বাচন মিটতেই সবজি বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী সোমবার মিটিং করে টাস্ক ফোর্স গঠন করে বাজারে বাজারে গিয়ে পর্যবেক্ষণের নির্দেশ দেন।
তিনি অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নির্ধারিত হয় কেন্দ্রীয় নীতি অনুযায়ী। সম্ভবত নির্বাচনে অনেক খরচ হওয়ার ফলেই জিনিসের দাম বাড়ছে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি সবজির বাজারকে মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে। তিনি দশ দিনের মধ্যে বাজার মূল্য কমানোর নির্দেশ দেন।
ইতিমধ্যে তার কিছু ফল পাওয়া যাচ্ছে তা কোলে মার্কেট, কলেজ স্ট্রিট মার্কেট ও দক্ষিণ কোলকাতার একাধিক বাজারে গিয়ে বোঝা গেছে। পাইকেরি বাজারে খুব বেশি মূল্য বৃদ্ধি হয় নি। কিন্তু খুচরো বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। তার পরেই টাস্ক ফোর্সয়ের চাপে পড়ে দাম কমানো শুরু করেছে খুচরো বিক্রেতারা।
আলু, পটল, ঝিঙে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা,উচ্ছে, ভেন্ডি বেগুনের দাম ধীরে ধীরে কমা শুরু করেছে। কাঁচা লঙ্কা ৯০০ টাকা কেজিতে পৌঁছে গেছিল। শুক্রবার তা কমে ৭০০ টাকা কেজি হয়েছে। অন্যান্য সবজির দামও গড়ে কেজিতে ২০ টাকা করে কমেছে। কিন্তু মনে রাখতে হবে নির্বাচনের আগে সেই সবজির দাম আরো অনেকটাই কম ছিল।