সারা বাংলায় তো বহু বেআইনি নির্মাণ সরকার ভেঙে দিয়েছে। গোপাল সাহার প্রশাসন, বিধায়ক মদন মিত্র, সাংসদ সৌগত রায় কি সেই সাহস দেখাতে পারবেন ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৩,জুলাই :: এমন ঘটনা স্মরণীয়কালের মধ্যে ঘটেছে বলে মানুষ মনে করতে পারছে না। এমন কথা বললেন, কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা। একটা ঝা চকচকে শ্বেত পাথরের তিনতলা বাড়ি হয়ে গেলো, জমি দখল হয়ে গেলো, পুকুর আংশিক বজাই হয়ে গেলো আর চেয়ারম্যান বলছেন তিনি কিছু জানেন না?

বড়ো বিচিত্র এই পৌরসভা। আড়িয়াদহর মৌসুমি মোড়ে গেলেই চোখে পড়বে চারতলা সাদা বাড়ি। সামনে পুকুর। কাচ দিয়ে ঘেরা ব্যালকনির রঙ-ঢঙই বলে দিচ্ছে, যেমন তেমন ব্যাপার নয়। বাড়ির জৌলুসই আলাদা। ইতিমধ্যেই জানা গিয়েছে, সে বাড়ি কামারহাটির ‘গ্যাংস্টার’ জয়ন্ত সিং-এর। যাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত একের পর এক অভিযোগ সামনে আসছে সেই জয়ন্ত এত বড় বাড়ি তৈরি করলেন কীভাবে?

গোপাল সাহা জানিয়েছেন, এমন একটি প্রাসাদোপম বাড়ি যে তৈরি হয়েছে, তা তিনি জানতেনই না। সত্যিই কি এই কথা কোনো সৎ মানুষেরা সত্য বলে মেনে নিতে পারে? গোপাল সাহা বলেন, অফিসারদের পাঠানো হয়েছিল। তবে বাড়ির জমিটি কার, সেটা এখনও খুঁজে বের করতে পারেনি পুরসভা। গোপাল সাহা আরো বলেন, ‘জমির মালিক কে আমরা জানতে পারিনি।

দাগ নম্বর চিহ্নিত করা হয়েছে।’ তবে বাড়ির কোনও প্ল্যানিং যে ছিল না, সেটা স্বীকার করে নিয়েছেন গোপাল সাহা। তিনি স্পষ্ট বলেন, ‘বেআইনিভাবে তৈরি হয়েছে বাড়িটি।’ এবার প্রশ্ন সারা বাংলায় তো বহু বেআইনি নির্মাণ সরকার ভেঙে দিয়েছে। গোপাল সাহার প্রশাসন, বিধায়ক মদন মিত্র, সাংসদ সৌগত রায় কি সেই সাহস দেখাতে পারবেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =