নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: দিন আনা দিন খাওয়া পরিবারের যুবক সুজিত কোরা একরাশ উজ্জল ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছে। ভারতের হয়ে জাতীয় স্তরে আর কয়েকদিন পরেই ছত্রিশগড়ে প্রতিযোগিতায় নামতে চলেছে বাংলার এই যুবক।
তীরন্দাজ হওয়ার জন্য প্রতিনিয়ত পূর্ব বর্ধমানের মেমারির নদীপুর মোড় সংলগ্ন এলাকার একটি একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস করেন। দরিদ্র হওয়ার সুবাদে দেশের মুখ উজ্জ্বল করা যেন অধরা রয়ে গেছে শুধু একটি ধনুকের জন্য।
পরিবার দরিদ্র সীমার মধ্যে থাকার কারণে, ধনুক কেনার মতো টাকা পয়সা না থাকায় ছত্রিশ করে কিভাবে জাতীয় স্তরে তীরন্দাজ হয়ে কিভাবে করবেন সেই নিয়ে খুবই চিন্তিত যুবক ও তার পরিবার।
বুধবার সেই স্বপ্ন সফল করতে রায়না এক ব্লকের বিডিও সুজিতের পাশে দাড়ায়। এদিন বিডিও দপ্তরে সুজিত কে ডেকে পাঠিয়ে একটি ধনুক উপহার দেওয়ার পাশাপাশি তার যাবতীয় খরচ বহনের অশ্বাসও দিয়েছেন। খুবই খুশি ধনুক পাওয়ার ফলে সুজিত।
দেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারে তার জন্য সর্বস্ব দিয়ে এই তীরন্দাজ প্রতিযোগিতায় দেশের হয়ে মুখ উজ্জ্বল করবে বলে জানিয়েছেন তিনি। দিন আনা দিন খাওয়া পরিবারের যুবক তথা সুজিত কোরা এখন শুধুই স্বপ্ন দেখছে জাতীয় স্তরে দেশের মুখ উজ্জ্বল করা তীরন্দাজ হয়ে। তার এই অধরা স্বপ্ন যাতে সফল হয় তার জন্য পাশে দাঁড়িয়েছেন রায়না এক ব্লকের বিডিও।