নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ৫,ফেব্রুয়ারি :: এসইউসিআই জেলা কমিটি সদস্য অজয় বাইনের নেতৃত্বে সদ্য কেন্দ্রীয় বাজেট শ্রমিক স্বার্থ বিরোধী চারটি কোড বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ বসিরহাট ইছামতি ব্রিজের সামনে।
কর্মী সমর্থকরা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে একটি পথসভা করেন সেখানে প্রতিবাদ বিক্ষোভ করেন পাশাপাশি আগামী ২৫ শে ফেব্রুয়ারি এ আই ইউ টি ইউ সির ডাকে বিক্ষোভ সমাবেশ পালন করুন এছাড়া মিড ডে মিল কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে শ্রম আইন মেনে সরকারি নির্ধারিত মাইনে তাদের দিতে হবে
বাজেটের শ্রমিক স্বার্থ বিরোধী বিল বাংলাকে এই বাজার থেকে বঞ্চিত করা হয়েছে সহ একাধিক দাবিতে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বুধবার কর্মসূচি পালন করেন।